মতলব দক্ষিণ উপজেলার ১৭০নং ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রীজের এপ্রোজে মাটি ভরাট না করায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। মূল ব্রীজের নির্মাণ কাজ শেষ হলেও সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের উদাসিনতার কারণে সংযোগ সড়কে মাটি ভরাট না করার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এই নিয়ে বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এই সময় বক্তব্য রাখেন ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মোঃ শাহাদাত হোসেন বেপারী, আলাউদ্দীন বারোজী, শাহ জালাল গাজী, শামীম গাজী ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী হামিদা।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন বলেন, বার বার প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেও কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ এবং সাধারণ মানুষকে ঝুঁকি নিয়ে বর্তমানে চলাচল করতে হচ্ছে। বর্ষায় ব্রীজের দুই পাশে পানি জমে চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে। তাই দ্রুত মাটি ভরাট করে ব্রীজটি ব্যবহারযোগ্য করার দাবি জানান বক্তারা।
এই বিষয়ে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ওই ব্রীজটি এখনো নির্মাণাধীন, ঢালাইয়ের কাজ এক মাস অতিবাহিত না হওয়া পর্যন্ত যান চলাচল বন্ধ রাখতে হয়। তবে জনসাধারণের চলাচলের জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.