১৬ জুলাই শহীদ দিবস। এ উপলক্ষে সকল শহীদের রুহের মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতায় চাঁদপুর জেলা জুলাই মঞ্চের আয়োজনে মিলাদ মাহফিল ও তাবারুক বিতরণ করা হয়েছে।
বুধবার ১৬ জুলাই চাঁদপুর শহরে বাস স্ট্যান্ড এলাকায় গোর গোরিবা মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা আব্দুর রশিদ।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জুলাই মঞ্চ কাঠামোর আহবায়ক মো. জাকির হোসেন।
দোয়া মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জুলাই মুখপাত্র সাইফুদ্দিন হিসাম, মুখ্য সমন্বয়ক ওরাফ গাজী, পৌরের আহ্বায়ক ফরিদগঞ্জ উপজেলার আহ্বায়ক নাজমুস সাকিব, মুখ্য সংগঠক ফরান জেলা কাঠামোর সৈয়দ সাকিবুল ইসলাম, আশিকুর রহমান, নোমানসহ কাঠামোর অন্যান্য প্রতিনিধি বৃন্দ।
এছাড়াও বাস স্ট্যান্ড, ফয়সাল মার্কেট এলাকায় তবারক বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.