ফরিদগঞ্জে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে মা-মেয়ে একসাথে বিষপান করেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের নেওয়ার পথে মেয়ের মৃত্যু হলেও মা বেঁচে আছেন।
মঙ্গলবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। মেয়ে জান্নাত আক্তার (১৮) ওই গ্রামের রাঢ়ী বাড়ির জয়নাল আবেদীনের মেয়ে।
সেনাবাহিনীর (অব. সার্জেন্ট) জয়নাল আবেদীন মঙ্গলবার সকালে স্ত্রী পারুল বেগম ও ১৮ বছরের মেয়ে জান্নাত আক্তারকে বকাঝকা করেন। পরে তিনি তার স্টেশনারি দোকানে চলে যান।
স্বামীর সাথে ক্ষোভে মা ও মেয়ে একসাথে বিষপান করে। পরে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মেয়েকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, ফরিদগঞ্জ থানার এসআই জাকির ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন করে। থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হবে। পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.