সম্প্রতি যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডে চেয়ারম্যান জুলহাস মিয়া ‘গ্রাহকের শত কোটি টাকা নিয়ে উধাও’- শিরোনামে কয়েকটি মিডিয়ায় প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনের ব্যাখ্যা দিয়েছেন তিনি।
তিনি দাবী করছেন, অফিস খোলার জন্যে সহযোগিতা করলে ফিল্ড থেকে উত্তোলণ করে সবার টাকা পরিশোধ করা হবে।
এক প্রতিবাদ লিপিতে তিনি জানান, আগস্টের পর সরকার পতন হলে সঞ্চয়, ডিপিএস, এফডিআর উত্তোলন অনেকগুণ বেড়ে যায় এবং লেনদেন বন্ধ করে দেন গ্রাহকরা। তারপরে কালেকশন কমে যায়। পরবর্তীতে গ্রাহকদের টাকা দিতে হিমশিম খেতে হয়। এরপর নিরুপায় হয়ে নিজস্ব সম্পত্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি করে গ্রাহকদের অর্থ প্রদান করেন।
পরবর্তীতে যারা লোনগুলো পরিশোধ করেনি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া শুরু করেন। গ্রাহকদের সবাই একত্রে অফিসে এসে সম্পূর্ণ টাকা একত্রে দিতে চাপ সৃষ্টি করে।| এতে কিছু টাকা কমিয়ে দিলে উত্তেজিত সদস্যরা ঈদের আগে ও ঈদের পরে অফিসগুলো ভাংচুর করে এবং অফিস স্টাফদের মারধর করে। পরবর্তীতে আমার নিরাপত্তার কারণে অফিস ২/৩ দিন বন্ধ রাখা হয় এবং সদস্যদের সাথে এসব বিষয়ে আলোচনা করা হয়। এরপর আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করা হয়। অফিস স্টাফ ও আমার নিরাপত্তার চিন্তা করে অফিস আর খোলা হয়নি। তবে আপনারা গুজবে কান না দিয়ে অফিস খোলার জন্যে সহযোগিতা করলে ফিল্ড থেকে উত্তোলণ করে আপনাদের সবার টাকা পরিশোধ করা হবে।
আপনারা আমার প্রতি বিশ্বাস রাখুন ও ধৈর্য ধরুন। আমি পালাইনি, আমি আছি। আমি থাকবো, আমার সকল গ্রাহকদের পাশে। শুধু আমি আপনাদের সবার সমর্থন কামনা করছি। আমার প্রতি বিশ্বাস রাখুন। আল্লাহ হাফেজ।
মো. জুলহাস মিয়া, চেয়ারম্যান, যুবধারা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড, চাঁদপুর
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.