আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সোমবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।
এসময় তিনি বলেন, আমদের সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে জামায়াত, ছাত্ররাসহ অন্যান্যরা যে কাজ করছে, আমাদের সেই কাজ করা যাবে না। আমাদের জায়গা রাজপথ। ষড়যন্ত্র শুরু হয়েছে, রাজপথে থেকে এর দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমাদের নতুন সংগঠন এনসিপি। তাদেরকে আমরা বলতে চাই সেদিন যদি তারেক রহমান তোমাদের সহযোগিতা না করতো তাহলে রাজপথে নামতে পারতে না। কিন্তু আজকে কি করছো জামায়াতের দিকে তোমরা যাচ্ছো। জামায়াত এই দেশকে পাকিস্তান বানাতে চায়। এনসিপিকে নিয়ে কেউ ষড়যন্ত্র করবেন না। তাদেরকে নিজের গতিতে চলতে দিন। তোমাদের বলতে চাই তারেক রহমানের দরজা তোমাদের জন্য খোলা। তোমরা যে স্বপ্ন লালন করছো তারেক রহমান সে স্বপ্ন বাস্তবায়ন করবে। বিদেশে আমাদের বন্ধু আছে কোন প্রভূ নেই।
চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ। এসময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.