কচুয়ার ১নং সাচার ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মোসাঃ নুরুন নাহার বেগমের বিরুদ্ধে ওয়ার্ডের সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন ভাতা দেয়ার নামে টাকা আত্মসাৎ এর অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার বিকালে রাগদৈল বাজারে ভুক্তভোগী পরিবারের প্রায় শতাধিক সদস্যরা টাকা ফেরত পাওয়ার দাবিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
রাগদৈল, বজরীখোলা ও মঙ্গল মুড়া এলাকার এলাকাবাসী জানান, বিগত ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুন নাহার বেগম ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যবদী ওয়ার্ডের সাধারণ মানুষের সাথে উগ্র আচরণ করে আসছেন। তার এমন উগ্র আচরণে অতিষ্ঠ রাগদৈল, বজরীখোলা, মঙ্গলমুড়া এলাকার সাধারণ মানুষ।
ভুক্তভোগিরা জানান, ইউপি সদস্য নুরুন্নাহার বেগম শুধুমাত্র উগ্র আচরণই করেন না, ওয়ার্ডের সাধারণ মানুষদের কাছ থেকে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা ও টিসিবি ফ্যামিলী কার্ড ও বিভিন্ন ভাতা প্রতি ৩ হাজার থেকে ১০ হাজার টাকা এবং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা ও সরকারি চাল এর কার্ড করে দিবে বলে ৩ হাজার থেকে ৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগীদের কাছ থেকে টাকা নেয়া ও টিসিবি ফ্যামিলী কার্ড, সরকারি অন্যান্য সুযোগ সুবিধার নামে টাকা সাধারণ মানুষ ফেরত চাইলে নুরুন নাহার বেগম তাদের বিভিন্নভাবে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখাচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তাই ওয়ার্ডের ভুক্তভোগী সহ সাধারণ মানুষ তার বিরুদ্ধে প্রশাসনের মাধ্যমে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ইউপি সদস্য নুরুন নাহার বেগম মুঠোফোনে তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এতোদিন তারা কোথায় ছিলো। সব অভিযোগ মিথ্যা ও ষড়যন্ত্র বলে দাবি করেন তিনি।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.