চলতি বছর চাঁদপুর জেলার ৮ উপজেলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ৫২ কেন্দ্রে অংশ নিয়েছে ১৭ হাজার ৮৮২জন শিক্ষার্থী। এসব পরীক্ষা কেন্দ্রের শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে যৌথ বাহিনী।
রোববার (২৯ জুন) সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে যৌথ বাহিনীর দায়িত্ব পালনের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়।
চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষার দ্বিতীয় দিন সদর ক্যাম্প থেকে সদর ও মতলব দক্ষিণ উপজেলা, হাজীগঞ্জ ক্যাম্প হতে হাজীগঞ্জ ও কচুয়া এবং ফরিদগঞ্জ ক্যাম্প হতে ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলার পরীক্ষা কেন্দ্রগুলো শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী দায়িত্ব পালন করেন।
অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে জানা গেছে, এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ছিলো ১৮ হাজার ২৪০জন। পরীক্ষায় অনুপস্থিত রয়েছে ৩৫৮জন। এর মধ্যে মাদ্রাসা বোর্ডের আলিম পরীক্ষার্থী অনুপস্থিত ১২১জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে অনুপস্থিত ২৩৭জন। পরীক্ষায় অংশ নিয়েছে ১৭ হাজার ৮৮২জন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.