বাংলাদেশের তরিকতপন্থী সংগঠনগুলোর মধ্যে সর্ব শীর্ষ মানবতাবাদী সংগঠন 'গাউসিয়া কমিটি বাংলাদেশ' হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বিশ্বে অনন্য ত্রিশপারা দুরূদ শরীফের গ্রন্থ 'মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল' গ্রন্থের প্রণেতা, সাহেবে ইলমে লাদুনি খাজায়ে খাজেগাঁ খাজা আবদুর রহমান চোহরভী (রাঃ)'র ১০৪তম ওরছ মোবারক এবং আরেক মহান ওলী, আওলাদে রাসুল, গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রাঃ)'র ৩৩তম ওরছে পাক উপলক্ষে সালানা ওরছ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার হাজীগঞ্জ পাইলট সরকারি হাইস্কুল মিলনায়তনে এই আজিমুশ্বান সালানা ওরছ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান মেহমান ছিলেন এশিয়া খ্যাত সুন্নী দ্বীনি মাদ্রাসা চট্টগ্রাম জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রধান ফকিহ মুফতিয়ে আজম, আল্লামা কাজী আবদুল ওয়াজেদ (মা. জি. আ.)। প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি আবুল হাসানাত আল-কাদেরী।
চাঁদপুর জেলা গাউছিয়া কমিটির সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আল-কাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহ, জেলা দাওয়াতুল খায়ের সম্পাদক মাওলানা আহম সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা শাহাদাত হোসেন জাহিদ ও মাওলানা মোহাম্মদ গিয়াসউদ্দিন।
প্রধান মেহমান মুফতি আবদুল ওয়াজেদ তাঁর আলোচনায় বলেন, এই বাংলাদেশ সুজলা সুফলা হয়েছে আল্লাহর ওলীগণের পদচারণায়।
খাজায়ে চোহরভী (রাঃ) যে ত্রিশপারা দুরূদ শরীফ মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল লিখেছেন তা ইলমে লাদুন্নি ছাড়া সম্ভব নয়। আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু তায়ালা আলাইহি ওয়াসাল্লামার এমন কোনো সিফাত, গুণ নাই যা খাজায়ে চোহরভী এই দুরূদ শরীফের গ্রন্থে আনেন নি। বিশ্বে দুরূদ শরীফের ত্রিশপারা বিরল। দুরূদের খাজানা যেনো মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল।
তিনি বলেন, খাজায়ে চোহরভী (রা.) প্রকাশ পেয়েছেন শাহেনশাহে সিরিকোট আওলাদে রাসুল সৈয়দ আহমদ সিরিকোটি (রা.)'র মাধ্যমে। এই মহান ওলীই হচ্ছেন বানীয়ে জামেয়া। আর তাঁর সুযোগ্য উত্তরসূরি গাউছে জামান হাফেজ ক্বারী আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়্যব শাহ (র.) হচ্ছেন বানীয়ে গাউছিয়া কমিটি। আজকে সারা বাংলাদেশে হুজুর কেবলার প্রতিষ্ঠিত আনজুমানের দ্বারা শত শত সুন্নী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে। এর দ্বারা সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিকভাবে টিকিয়ে রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং আমরা যারা হক্ব তরীকাপন্থী আছি, সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের মধ্যে কোনো ধরনের অনৈক্য করা যাবে না। তাহলে শয়তান আমাদের মাঝে ঢুকে যাবে। তিনি মুসলমানদের ঈমান ও আমল হেফাজতের জন্যে আল্লাহর ওলীগণের কাছে যাওয়া যে কতোটা গুরুত্বপূর্ণ তা কোরআনের আয়াত দ্বারা বুঝিয়ে দেন।
সবশেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বাদ মাগরিব অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন খতম, মাজমুয়ায়ে সালাওয়াতে রাসুল খতম এবং খতমে গাউছিয়ার মধ্য দিয়ে। ত্রিশজন উল্লেখযোগ্য আলেম এসব খতম সম্পন্ন করেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.