চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম (৬৫) নামে এক নারীকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। হত্যার শিকার মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।
এ ঘটনাটি ঘটেছে বুধবার দিনগত রাতে উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়িতে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। প্রথমে ডাকাতির ঘটনা বলা হলেও ওই বসতঘর থেকে তেমন কিছু নেয়নি দুর্বৃত্তরা ।
এলাকাবাসী ও স্বজনরা জানান, রাতে বসতঘরে একা ছিলেন ওই নারী। তার ছেলে সোহেল প্রধানিয়া বাসায় এসে তার মাকে খুঁজে পাননি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলোর মেঝেতে রক্ত পড়ে ছিল। পরে রাতে খোঁজাখুঁজির পর রান্না ঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা লাশটি দেখতে পায় এলাকাবাসী। ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।
স্থানীয় বাসিন্দা মিলন হোসেন জানান, ঘরে রক্তমাখা একটি বটি এবং প্রতিটি কক্ষে ও বাইরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙে দুর্বৃত্তরা প্রবেশ করে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.