চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের হলরুমে বুধবার (২৫ জুন) বেলা ১১ টায় পেইজ ডেভেলপমেন্ট কতৃক আয়োজীত সমৃদ্ধি কর্মসূচি কৈশোর কর্যক্রম উন্নয়নে যুবসমাজ ও প্রবীণ কর্মসূচীর আওতায় অনুষ্ঠানে গুনীজনদের মাঝে শ্রেষ্ঠ সম্মাননা ও ক্রেষ্ট প্রধান অনুষ্ঠিত হয়েছে।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শহীদ উল্লাহ প্রধান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর উপ -পরিচালক মোঃ কবির আহমেদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মোঃ জাহিদ হোসেন।
পেইজ ডেভেলপমেন্ট সেন্টার নির্বাহী পরিচালক মোঃ ইউনুছ বলেন, গ্রাম বাংলার দরিদ্র জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন কাজ করার লক্ষ্যে দৃঢ় অঙ্গীকার নিয়ে ১৯৯৪ সালে ফিস ডেভেলপমেন্ট সেন্টার এর পথ চলা শুরু হয়। আর্থিক সেবা প্রধান সংস্থার মূল কাজ হলেও সংস্থা সংগঠিত দারিদ্র মানুষের সার্বিক উন্নতিকে প্রধান্য দিয়ে সংস্থা যাবতীয় কার্যক্রম করে থাকি। শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি - এই তিনটি খাত বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটি খাতেই উন্নয়ন হওয়া মানে দেশের সামগ্রিক উন্নয়ন। শিক্ষা মানুষের মৌলিক অধিকার, স্বাস্থ্য মানুষের জীবন ধারণের জন্য অপরিহার্য এবং কৃষি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে থাকি।
পরে গুনীজনদের মাঝে শ্রেষ্ঠ প্রবীণ ও শ্রেষ্ঠ সন্তান, যুব সম্মাননাও ক্রেষ্ট হাতে তুলে দেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টার এর নির্বাহী পরিচালক মোঃ ইউনুস। শ্রেষ্ঠ প্রবীন সম্মাননা পেয়েছেন মোঃ বিল্লাল খাঁন, মোঃ রাজা মিয়া, সরফউদ্দিন, মোঃ তাজুল ইসলাম, মোঃ আলী আক্কাস বকাউল ও শ্রেষ্ঠ সন্তান সম্মাননা মোঃ আব্দুল কাদের বকাউল, মোঃ রবিউল আলম, সাবিনা আক্তার, মোঃ রাসেল মিয়াজী, মোঃ জহিরুল ইসলাম, যুব সম্মাননা মেহেদী হাসান হিরন, রুবেল মিয়াজী, মোঃ ইয়াসিন আরাফাত, সাব্বির মিজি, মোঃ ইমরান হোসেন, যুব সম্মাননা নারী, জান্নাত আক্তার, রুমা আক্তার, যাইমা আক্তার, জুলেখা আক্তার, নিহায় প্রধান সম্মাননা গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ বিল্লাল খান, যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান হিরন, ইউনিয়ন এর সাবেক মেম্বার মোঃ শরফুদ্দিন, ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ রবিউল আলম সহ নয়টি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.