চাঁদপুর পৌরসভার পানির অযৌক্তিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ, নদী দূষণ রোধ এবং পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনার দাবীতে মানববন্ধন করা হয়েছে। বুধবার বিকালে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সড়কের সামনে এই মানববন্ধন করা হয়।
পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মোসাদ্দেক আল আকিব ও সাধারণ সম্পাদক অহিদুর রহমান খান উৎপল পরিবেশ আন্দলন বাপার সভাপতি ও পুরানবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ সোহেবুর রহমান, জেলা সম্মেলিত পেশাজীবি সংগঠনে সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ হারুনুর রশিদ গাজীর উদ্যোগে মানববন্ধনে চাঁদপুরের পরিবেশ সংরক্ষণ আন্দোলন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল, চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও তরপুরচন্ডী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সদস্যরা অংশ নেয়।
যার বিরুদ্ধে এই মানববন্ধন অর্থাৎ চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া নিজেই এই মানববন্ধনে অংশ নিয়ে চমক দেখান।
পরে তিনি সকলের উদ্দেশ্য বলেন, তিনি যেমন এই পৌরসভার প্রশাসক তেমনি একজন নাগরিক। বিশুদ্ধ পানিসহ সকল সমস্যা সমাধানে তার পৌর প্রশাসন কাজ করবে বলে তিনি মানববন্ধনকারীদের আশ্বস্ত করেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.