চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে মতলব উত্তর থানার ফারাজীকান্দি ইউনিয়নের রামদাসপুর এলাকা একটি অবৈধ বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব জানান, রবিবার রাতে ইনচার্জ মোঃ মজিবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মাজহারুল হক সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। উদ্ধারকৃত পিস্তলের গায়ে MADE IN CHINA লেখা রয়েছে।
অস্ত্রগুলো ফারাজীকান্দি ইউনিয়নের নতুন বাজার এলাকার ওয়াপদা ক্যানেলের পাশে একটি স্যানেটারি রিং-এর ভেতর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে সোমবার বিকালে সফল অস্ত্র উদ্ধার অভিযানের জন্য চাঁদপুর ডিবি পুলিশের সংশ্লিষ্ট টিমকে পুরস্কৃত করেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.