পৌরবাসীর উপর নতুন করে কোনো প্রকার করারোপ ছাড়াই শাহরাস্তি পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের ৬৪কোটি ৫৪লাখ ৫৮ হাজার ৫শ ২৪ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
এবারের বাজেটে সর্বমোট রাজস্ব আয় আয় ধরা হয়েছে ৬৪ কোটি ৫৪ লাখ ৫৮ হাজার ৫শ' ২৪ টাকা এবং একই সঙ্গে ব্যয় ৬৪কোট ৯০ লাখ টাকা এতে উদ্বৃত্ত বাজেট ৬৪ লাখ ৫৮ হাজার ৮ ৫শ' ২৪ টাকা ধরা হয়েছে। বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ১১ কোটি ৯৬ লক্ষ ৫৫ হাজার ৩৭ টাকা, পানি বাবদ রাজস্ব আয় ধরা হয়েছে ৯৫ লক্ষ ৮৫ হাজার টাকা, মোট উন্নয়ন বাজেট ধরা হয়েছে ৫২ কোটি ৬২ লক্ষ ১৮ হাজার ৪ শ' ৮৭ টাকা।
এ অর্থ বছরে পৌরবাসীর উপর কোনো প্রকার করারোপ করা হয়নি জানিয়ে পৌর প্রশাসক নিগার সুলতানা তার বক্তব্যে বলেন, পৌরবাসীর উন্নয়নের কথা বিবেচনায় এনে বাজেট প্রণয়ন করা হয়েছে। পৌর এলাকার ক্ষতিগ্রস্ত ভৌত অবকাঠামো তথা রাস্তাঘাট, ড্রেন, ব্রীজ, পানি ও বিদ্যুৎ লাইন নির্মাণ-পুনঃ নির্মাণ বিষয়ে বাজেটে সর্বাধিক গুরুত্বারোপ করা হয়েছে। ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেলটা, আলফা, ডেল্টাপ্লাস ভ্যারিয়েশন ভাইরাস এবং ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, নিউমোনিয়া প্রতিরোধকল্পে বাজেটে আলাদা বরাদ্দ রাখা হয়েছে। পৌর কবরস্থানের জন্যে ভূমি ক্রয় করা, ক্রয়কৃত ভূমি উন্নয়ন, পৌরসভার জন্যে ক্রয়কৃত ভূমিতে ডাম্পিং স্টেশন নির্মাণ করা, পৌরসভার উন্নয়নের জন্যে নূতন প্রকল্পের অন্তর্ভুভক্তির জন্যে নতুন ১০টি প্রকল্প প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জমা প্রদান করা হয়েছে। পৌরসভার ক্রয়কৃত ভূমিতে পৌর গরু-ছাগলের বাজার সম্প্রসারণ করা হয়েছ।প্রকল্পের শাহরাস্তি পৌরসভায় অনুকূলে চব্বিশ কোটি টাকার পরিকল্পনা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। পৌর এলাকায় ড্রেন নির্মাণের জন্যে ১৫ কোটি এবং ল্যান্ড ফিল্ড ১৫ কোটি ও ডাম্পিং স্টেশন নির্মাণের জন্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে আলাদা ২টি প্রকল্প প্রস্তাব প্রেরণ করা হয়েছে। বাজেট সভায় জানানো হয়, এটি ঋণমুক্ত পৌরসভা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল বাসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্ন কর্মকর্তা শামসুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইসহাক, যুব উন্নয়ন কর্মকর্তা শামসুল আমিন, প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া , পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহাম্মদ শেখ ও নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান,প্রেসক্লাব সাধারণ সম্পাদক নোমান হোসেন আখন্দ, প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে উন্মুক্ত আলোচনা করেন জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ. রহিম, শিক্ষক প্রতিনিধি সেলিম পাটোয়ারী, উপজেলা জামায়াতের আমির মো. মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, বিএনপির নেতা ইকবাল হোসেন, সাংবাদিক মে: মাসুদ রানা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.