ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রকে পাশে চেয়েছিল ইসরায়েল। তবে ওয়াশিংটন এখনই সে অনুরোধে সাড়া দিতে নারাজ। গত ৪৮ ঘণ্টায় ইসরায়েল এ অনুরোধ জানালেও মার্কিন প্রশাসন বিষয়টি বিবেচনায় নিচ্ছে না। বার্তা সংস্থা অ্যাক্সিওসের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল চায় যুক্তরাষ্ট্র সরাসরি সামরিক অভিযানে যুক্ত হোক এবং বিশেষ করে ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা ধ্বংসে সহায়তা করুক। ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূপৃষ্ঠের অনেক গভীরে অবস্থিত, যেখানে হামলা চালানো ইসরায়েলের পক্ষে কঠিন।
এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইসরায়েল কী করবে, তা আটকানো সম্ভব নয়। তবে আমরা এখনো বিশ্বাস করি কূটনৈতিকভাবে সমস্যার সমাধান সম্ভব— যদি ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসে।
এদিকে, হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফোর্ডো স্থাপনায় হামলা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নেননি। ট্রাম্প এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেছিলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র ইরানে হামলা করতে পারে, তবে বর্তমানে এমন কোনো পদক্ষেপ বিবেচনায় নেই।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.