মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন কৃষকদলের নির্বাচিত কমিটি নিয়ে অপপ্রচার করছে বলে অভিযোগ উপজেলা কমিটির। ১৪ জুন বিকেলে দক্ষিণ নওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে ইউনিয়ন কৃষকদলের নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক লোকমান হোসেনকে নিয়ে অপপ্রচার করায় সংবাদ সন্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানান উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী।
তিনি বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক গত ৫ মে বিভিন্ন ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে গোপন ব্যালটের মাধ্যমে সর্বোচ্চ ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয় লোকমান হোসেন। অপর প্রতিদ্বন্দ্বী মোঃ শাহপরান কোন ভোট পায়নি। তবে সভাপতি পদে মোঃ ফয়েজ মোল্লা ব্যাতীত আর কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
এদিকে শাহপরান কোন ভোট না পাওয়ায় লোকমান হোসেনকে আওয়ামী লীগের নেতা হিসেবে অপপ্রচার করেন। লোকমান হোসেন বিএনপির একজন একনিষ্ঠ কর্মী। দেশে এবং প্রবাসে বিএনপির বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করার বহু প্রমানও রয়েছে বলে সাধারণ সম্পাদক মোঃ লোকমান হোসেন দাবী করেন।
কৃষকদলের সুনাম ক্ষুন্ন করার জন্য আওয়ামী ফ্যাসিবাদের একটি চক্র এ অপপ্রচার করছে। কৃষকদলকে সুসংগঠিত করতে সবাইকে সকল মতভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী। সংবাদ সন্মেলনে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আমির খসরু প্রধান, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম বিল্লাল হোসেন মোল্লা, উপজেলা কৃষকদলের সহ সভাপতি রেজাউল করিম মুকুল, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস সাত্তার,উপাদী উত্তর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফয়েজ মোল্লা, সাধারণ সম্পাদক লোকমান বেপারী,শ্রমিকদল নেতা আক্তার বেপারীসহ অত্র ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.