নিরাপদ সড়ক চাই (নিসচা) ফরিদগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) উপজেলা সদরে সংগঠনের সভাপতি আবু সালেহ মো: বারাকাত উল্ল্যাহ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন রবিদাসের পরিচালনায় বক্তব্য রাখেন সহসভাপতি প্রবীর চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্ল্যাহ আল আমিন, আনোয়ার হোসেন, মাছুম তালুকদার, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, প্রচার সম্পা;ক আ: কাদির , দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ ফারাবী, আইন বিষয়ক সম্পাদক জাকির হোসেন, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান, সদস্য মহিউদ্দিন মাহিন।
সভায় চাঁদপুর- ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ককে দুর্ঘটনা মুক্ত করতে অবিলম্বে রোড ডিভাইডারসহ দুই চালু এবং ক্ষতবিক্ষত সড়ক মেরামতের জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান। এছাড়া দুর্ঘটনা প্রবণ এলাকায় সড়ক সাইন নিসচা স্থাপন করবে বলে জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.