কয়েকদিন পর কোরবানির ঈদেই ঘটা করে স্থানীয় বাজারে মাছ বিক্রির স্বপ্ন দেখছিলেন মৎস্য চাষী রবিউল আলম। কিন্তু বিধিবাম টানা দুই দিনের অতিবৃষ্টিতে রবিউল আলমের স্বপ্ন পানিতে তলিয়ে ধুলিস্যাৎ হয়ে গেছে।
রবিউল আলম কচুয়া উপজেলার মেঘদাইর গ্রামের অধিবাসী। গত দু বছর ধরে সংসারের হাল ধরতে তিনি উপজেলার বাচাইয়অ ব্রিক ফিল্ড সংলগ্ন নিজের জমি ও অন্যের জমি সন মেয়াদে নিয়ে প্রায় ফসলী জমির মাঠে ৮টি পুকুরে মাছ চাষ করে আসছেন। টানা বৃষ্টিতে স্বপ্ন হারিয়ে পথে বসেছেন রবিউলের পরিবার।
মৎস্য চাষী রবিউল আলমের পুত্র মো. সোহেল রানা জানান, বিগত দু বছর যাবৎ বিভিন্ন এনজিও সংস্থা ও স্থানীয় লোকজনের কাছ থেকে ধার দেনা করে ৮টি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। কিন্তু গত বুধ ও বৃহস্পতিবারের টানা দু দিনের বৃষ্টিতে পুকুর তলিযে যাওয়ায় মাছ গুলো অন্যান্য জমিতে মিশে যায়। ফলে মাছ ও অর্থ হারিয়ে দিশেহারা পরিবার। এতে তাদের ১২-১৫ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে তিনি জানান। এসময় তিনি ক্ষতি পুষিয়ে উঠতে উপজেলা মৎস্য অফিসসহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.