‘নিয়মিত কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদকে সামনে রেখে কচুয়ায় ৩ দিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার কচুয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
ভূমি মেলা উপলক্ষে ভূমি অফিস প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে কচুয়া বাজার প্রদক্ষিন শেষে ভূমি অফিসে এসে মিলিত হয়। পরে ফিতা কেটে নাগরিক সেবার জন্য নির্মিত বাতায়নের কেন্দ্র উদ্বোধন করে তিনি বলেন, ভূমি উন্নয়ন কর প্রদান ও জমির যথাযথ রক্ষণাবেক্ষণ প্রতিটি নাগরিকের দায়িত্ব। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করা হয়েছে ।
তিনি আরো বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনা প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এখন নামজারি, খতিয়ান যাচাই, মৌজা মানচিত্র প্রাপ্তি এবং ভূমি উন্নয়ন কর প্রধানসহ বিভিন্ন কার্যক্রমে অনলাইনে করা যাচ্ছে। সাধারণ মানুষ যাতে ঘরে বসে ভূমি সংক্রান্ত সেবা পেতে পারে এবং দালাল চক্রের শিকার না হয়, সে জন্যই এই ভূমি মেলার মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।
সেবা নিতে আসা পৌরসভার আবু সায়েম, নাছির আলম নসু, আবদুল আউয়াল ও বিতারা গ্রামের রফিকুল ইসলাম মজুমদার বলেন, আমরা কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই ভুমি উন্নয়ন কর পরিশোধ করেছি। আমরা এ জন্য সহকারি কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি স্যারকে ধন্যবাদ জানাই।
এসময় কচুয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. জিয়াউল হক, কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, পৌরসভার কর্মকর্তা কর্মচারী সার্ভিস এসোসিয়েশনের সাধারন সম্পাদক নাসির আলম নসু, উপজেলা ভূমি অফিসের কানুনগো মিলাদ হোসেন মিয়া, সার্ভেয়ার আবুল কালাম, নাজির মোহাম্মদ আলী, পৌর ভূমি সহকারি কর্মকর্তা মো. আলগীর হোসেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আলী আশ্রাফ প্রধান, ইমাম হোসেন, অফিস সহকারি জাকির হোসেন, সার্টিফিকেট সহকারি লিনিয়া আহমেদ সকল ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তাগন, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.