চাঁদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের নিউ ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার থেকে ৪শ ৮৪ পিস সিরিঞ্জ জব্দ করা হয়েছে। এসময় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
রোববার দুপুরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অভিযান পরিচালনা করে ডায়াগনস্টিক সেন্টার থেকে বিক্রি যোগ্য নয় লোগো সম্বলিত ৪৮৪ পিস সিরিঞ্জ জব্দ করা হয়। কার কাছ তারা সিরিঞ্জগুলো সংগ্রহ করেছে এমন তথ্য নিশ্চিত করা যায়নি। তবে কে বা কারা সরকারি এসব সরঞ্জাম বিক্রির সাথে জড়িত তাদের খুঁজে বের করার কথাও জানান তিনি।
কর্মকর্তা আরো বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটি পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এসময় ৪৮৪ পিচ সরকারি সিরিঞ্জ সিভিল সার্জন অফিসে স্থানান্তর করা হবে। এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2026 Dailyalokitochandpur. All rights reserved.