চাঁদপুরে ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ৩০ শহীদ পরিবারের অনুকূলে ৫৯ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
অনুষ্ঠানে জেলা পরিষদের ভারপ্রাপ্ত নির্বাহী গোলাম জাকারিয়া, সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ আন্দোলনকারী শিক্ষার্থী, শহীদ পরিবারের সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ছাত্র-জনতার জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে মা তার সন্তান হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, বোন তার ভাই হারিয়েছে। আপনাদের বিভিন্নভাবে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে কিন্তু সেই অনুদানের মাধ্যমে আপনাদের মন জয় করা সম্ভব নয়।
ডিসি বলেন, আমাদের কাছে এমন অনেক অভিযোগ আছে, অনুদানের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আপনারা এমনটা করবেন না, পরিবারের মধ্যে যিনি অনুদান পাওয়ার প্রাপ্য, তিনি শুধু আর্থিক অনুদান পাবেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.