'বন্ধুর জন্য বন্ধু' এই স্লোগানে আমাদের ভালোবাসা '৯৩ এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী, পূর্ণমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার ৯ মে ঢাকার অদূরে মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তন (আইডিইবি) ভবনে সকাল ৮টা হতে সমগ্র বাংলাদেশ থেকে এসএসসি ৯৩ ব্যাচের প্রায় পাঁচশতের অধিক বন্ধু অংশগ্রহণ করে বন্ধুদের পূর্নমিলনী ইতিহাসে এক বিরল ঘটনার জন্ম দিল। দেশব্যাপী স্কুলের ব্যাচভিত্তিক বন্ধুদের নিয়ে এটা ছিল এক বিশাল আয়োজন।
দীর্ঘদিন যোগাযোগ না থাকায় অনুষ্ঠানে এসে অনেকেই আবেগ আপ্লূত হয়ে পড়েন। খোঁজ খবর নেন পুরনো বন্ধু ও তাদের পরিবার পরিজনের। এসময় অনেকেই স্কুল জীবনের স্মৃতিচারণায় মেতে উঠেন। বহুদিন পরে প্রিয় বন্ধুকে কাছে পেয়ে বুকে জড়িয়ে নেয় অনেকেই। অনেক চেহারা চেনা মনে হলেই পরিচয় জেনে নিশ্চিত হয়ে তিনিই সেই স্কুল বন্ধু। অনেকেই চিৎকার দিয়ে বলে দেয় ‘আরে তুই’। এভাবেই পুরো হলরুম যেন একটা মিলনমেলায় পরিণত হয়।
এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীদের বিভিন্নজন নানা পেশায় চলে গেছেন। এদের মধ্যে অনেকে ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, বড় রাজনীতিবিদ, সামরিক ও বেসামরিক অফিসার, কেউবা আবার শিক্ষক কিংবা ব্যবসায়ী। কেউ বা আবার প্রবাসী। কিন্তু পরিচয় সবার যেন একটা সেটা হলো আমরা বন্ধু। সারাদিন গল্প আড্ডায় মেতে সময় পার করেন বন্ধু ও স্বজনেরা। দীর্ঘদিন পরে পূর্ব পরিচিত মুখ গুলো নতুন করে প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।
সারাদেশের বিভিন্ন জেলা থেকে এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা একত্রিত হয়েছে। মতলব উত্তর উপজেলার এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা অনুষ্ঠানে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন মফিজুর রহমান খাঁন বাবু, সায়েদুল হক সিকদার মুকুল, জাকির ভিক্টোরি, জাকির প্রধান, আহসান সরকার, কবির হোসেন, মুক্তার প্রধান, আলাউদ্দিন সরকার, ইসহাক ফারুকী, সালাম বাদল, লুৎফর রহমান, এ্যাডভোকেট জসিম, ফেরদৌস মিয়া,আলী আফজাল সরদার জনি, সফিকুল ইসলাম প্রমুখ।
আমাদের ভালোবাসা '৯৩ এসএসসি ব্যাচ- ১৯৯৩ এর ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে সকালের নাস্তা, দুপুরে খাবার ও বিকালে নাস্তা শেষ করে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে রেফেল ড্রয়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.