চাঁদপুরের শাহরাস্তিতে দিঘি থেকে অজ্ঞাত (৬৫) নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় শ্রীপুর গ্রামের হযরত শাহরাস্তি (র.) মাজারের দিঘি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা ও স্থানীয়রা জানান, বিকেলে এলাকার শিশুরা দিঘির পাড়ে খেলতে গিয়ে পশ্চিম-দক্ষিণ কোণে ভাসমান ওই নারীর মৃতদেহ দেখতে পায়। তাদের ডাক- চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুলিশে সংবাদ দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, নিহতের হাতে জুতা ধরা ছিলো। তাদের ধারণা, ওই নারী ভবঘুরে হতে পারেন। সোমবার সকালে দিঘির উত্তর পাড়ে তাকে ঘোরাঘুরি করতে দেখা গেছে। অসাবধানতাবশত পানিতে পড়ে তার মৃত্যু হতে পারে।
এ ব্যাপারে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাশার জানান,লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে । আইন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.