চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সদস্য, সেবামূলক প্রতিষ্ঠান লায়ন আল-আমিন ফাউন্ডেশন ও দেশের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান স্পীডি গ্রুপের চেয়ারম্যান, সমাজসেবক ও শিল্প উদ্যোক্তা লায়ন মো. আল-আমিন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান-মুসলমান সবাই আমরা বাংলাদেশের নাগরিক। দেশের সব নাগরিকের মৌলিক মানবাধিকার আছে।
রোববার (৪ মে ) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের পূর্ব লাউতলী গ্রামে শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম প্রাঙ্গণে আয়োজিত ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লায়ন আল আমিন এসব কথা বলেন।
তিনি বলেন, এদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি--এটাই হোক আমাদের বড়ো পরিচয়। দৃঢ়ভাবে বিশ্বাস করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সুরক্ষার সমান সুযোগের বিধান থাকতে হবে। আমাদের দেশ একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে জনগোষ্ঠীর সব সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করতে হবে। যার যার অধিকার নিশ্চিত করার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে জাতি ধর্ম নির্বিশেষে সব মানুষের পাশে দাড়াঁনোর জন্যে, শান্তি রক্ষার জন্যে কাজ করে যাচ্ছে। সমাজ তথা দেশের উন্নয়নের জন্যে সব মানুষকেঐক্যবদ্ধ থাকবে হবে।
এ সময় তিনি পূর্ব লাউতলী শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম মন্দিরের প্রয়োজনীয় কাজের জন্যে ৫০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।
পূর্ব লাউতলী শ্রীশ্রী বাউল মহাশয় ঠাকুরের সেবাশ্রম মন্দিরের সভাপতি কৃষ্ণ দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র দাসের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, সদস্য কাজী মুজাম্মেল হক, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাওন পাঠান, তীতুমির কলেজ ছাত্রদলের সহ-সভাপতি মানিক ওবায়েদ, বাংলা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবুল কাশেম রিয়াদ, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বিপ্লব পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান রাজসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সংগঠনের নেতৃবন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.