মতলব উত্তর উপজেলার সুজাতপুর বাজারে অবস্থিত সেলফি রেস্টুরেন্ট একটি অভিজাত খাবারের দোকান। পূর্ব ঘোষণা অনুযায়ী পহেলা মে রেফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে মোট ২০ জন বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদেরকে ৩২ ইঞ্চি এলইডি টিভি, স্মার্টফোন, আয়রন সহ আকর্ষণীয় ২০ টি পুরস্কার দেওয়া হয়।
উল্লেখ্য, পুরো এপ্রিল মাস জুড়ে গ্রাহকের ২০০ টাকার খাবার খেয়ে একটি কুপন পেয়েছেন যা লটারীতে ব্যবহৃত হয়েছে।
রেফেল ড্রতে প্রথম পুরস্কার পেলেন ছোট কিনারচক গ্রামের মোঃ রাসেল। ২য় পুরস্কার পেলেন কলস ভাঙা গ্রামের রোকসানা বেগম।
সেলফি রেস্টুরেন্টের কর্ণধার মো: রশিদ প্রধান বলেন গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান বিবেচ্য। আর আমাদের লাভের একটা অংশ গ্রাহকদের সাথে শেয়ার করেছি। এই ধরনের কার্যক্রম আরো নেওয়া হবে ইনশাআল্লাহ। সুজাতপুর বাজারটি জমজমাট হোক, এটাই একান্তভাবে আমি চাই, এই জন্যই এই ধরনের আয়োজন।
এদিকে বাজার কমিটি ও উপস্থিত গ্রাহক ও পুরস্কার বিজয়ীরা সেলফি স্টেুরেন্টের এই কার্যক্রম এর খুব প্রশংসা করেন। সেইসাথে সেলফি রেস্টুরেন্টের খাবার এর মানেরও উচ্চ প্রশংসা করেন।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সুজাতপুর বাজার কমিটির সভাপতি মোঃ রোকনউদ্দিন মুন্সী, সেক্রেটারি মো: সজীব পাটোয়ারী, দপ্তর সম্পাদক ইব্রাহিম প্রধান, বাজার মালিক এরফান কাজী, ইলিয়াছ দর্জী, সুজাতপুর বাজার মসজিদ এর সেক্রেটারি মোস্তফা সরকার সহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.