মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নির্মাণ শ্রমিকদের কর্মস্থলে নিরাপত্তা রেশনিং ব্যবস্থা চালুসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সাহিত্য একাডেমির মিলনায়তনে (রেজিঃ নং বি-১৯৭১) ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সদর থানা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট এন্ড কন্ট্রাকটিন ইঞ্জিনিয়ার মোঃ সামাউন কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক পি এম বিল্লাল হোসেন।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সদর উপজেলার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশীদ ডাক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) সদর উপজেলার সহ সভাপতি মোঃ মফিজ খান, উপদেষ্টা মোঃ হানিফ ছৈয়াল, অর্থ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন হিরো, সদস্য ইমরান হোসেন, জাকির হোসেন জাহিদ, মোঃ খোকন বেপারী, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সেলিম রাজা, মোঃ হুমায়ুন কবির গাজী, মোঃ মাসুদ পারভেজ জুলফু প্রমূখ ।
আলোচনা সভার পূর্বে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভার পূর্বে শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোড় পুকুর পাড় সাহিত্য একাডেমির প্রাঙ্গনে সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.