‘শ্রমিক মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এ প্রতিপাদ্যে ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে জেলা প্রশাসকের নেতৃত্বে র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ সামনে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বলেন, যত ধরণের সভ্যতা রয়েছে তার মূল কারিগর হলো শ্রমিক। এ জেলায় অনেকগুলো শ্রমিক সংগঠন রয়েছে। আপনারা যারা সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, তারা কি কখনো নিজের সংগঠনের শ্রমিকদের সুযোগ সুবিধা বা স্বাস্থ্যগত ব্যাপার এবং শ্রমিকদের অধিকার আদায়ের জন্যে কাজ করছেন। আপনারা অনেকেই শ্রমিকদের অধিকার আদায় করতেও ব্যর্থ হচ্ছেন। শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের দাবী আদায়ে কাজ করতে হবে। এই জিনিসগুলোর দিকে আমাদের নজর দেয়া প্রয়োজন।
তিনি আরো বলেন, আজকে শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবস। কাজ করতে গেলে যে দূর্ঘটনার কবলে পরবেন না, তার কোন নিশ্চয়তা নেই। নিজেদের স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে। নিজেদের সুরক্ষার জন্যে হলেও প্রতিটা শ্রমিকের জীবন বীমা করা উচিত। নিজেদের অধিকার আদায় করতে হবে। শ্রমিক সংগঠনগুলোর প্রতি আহবান থাকবে আমার সাথে আলোচনা বসার। শ্রমিকদের সুযোগ সুবিধার কথা আমি শুনতে চাই এবং তাদের জন্যে কিছু করতে চাই।
চাঁদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ ইকবালের সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. লুৎফর রহমান, জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারী অ্যাড. মো. শাহজাহান মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শহর শাখার আমির অ্যাড. মো. শাহজাহান খান, জেলা শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক মেহেদী হাসান জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু।
আরো বক্তব্য দেন পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল চাঁদপুর জেলা সভাপতি নজরুল ইসলাম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখা সহ-সভাপতি শাহ-আলম, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা রিকশা মালিক সমিতি সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্যে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.