শাহরাস্তিতে আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে দরিদ্র ও অসহায় ১২ পরিবারের মাঝে গৃহনির্মাণের জন্য নগদ অর্থ ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার কাঁকৈরতলা জিকে দাখিল মাদরাসা মাঠে সুবিধাভোগী পরিবারের সদস্যদের হাতে এসব উপহার তুলে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, আয়েত আলী ভুঁইয়া মেহনতী কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া প্রতি বছর তাঁর যাকাতের অর্থ থেকে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে গৃহ নির্মাণের জন্য টিন ও পরিবহন ব্যয়ের জন্য নগদ অর্থ বিতরণ করে থাকেন। ওই কার্যক্রমের অংশ হিসেবে এ বছর দেশের বিভিন্ন অঞ্চলে ৪৮ টি পরিবারকে সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শাহরাস্তি অঞ্চলের ১২ পরিবারের মাঝে এই গৃহনির্মাণ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।
নিজ বসতঘরের জন্য টিন পেয়ে খুশি রায়শ্রী উত্তর ইউনিয়নের যাদবপুর গ্রামের শাহিনা আক্তার। তিনি জানান, বর্ষায় ঘরে পানি পড়ে। এবার মজবুত করে টিনের চাল তৈরি করা হবে।
টামটা উত্তর ইউনিয়নের বলশীদ গ্রামের শামছুন্নাহার জানান, টিন পেয়ে তাঁর অনেক উপকার হয়েছে। আল্লাহ যেন এই ব্যক্তির মঙ্গল করেন।
কল্যান ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও উপজেলা বিএনপি সভাপতি আয়েত আলী ভুঁইয়া জানান, তিনি ১৯৮৮ সাল থেকে যাকাতের অর্থে ঘর নির্মানে সহায়তা করে আসছেন। এ পর্যন্ত নিজ জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৩ হাজার ১ শত ১৯ টি ঘর নির্মাণ করেছেন।
আগামিতে এ সংখ্যা ৫ হাজারে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি আরও জানান, এটা গরিবের পাওনা, আমি আমার দায়িত্ব থেকে সে পাওনা পরিশোধ করার চেষ্টা করছি। আমি কোন দল দেখি না, সৎ ও নামাজি হলেই আমি সহযোগিতা করছি।
নারীদের তালিকা করে সহযোগিতা দিচ্ছেন জানিয়ে তিনি বলেন, একজন মহিলা নামাজি ও পরহেজগার হলেই পরিবারের অন্যদের নৈতিক পরিবর্তন সম্ভব। এজন্য পরিবারের নারী সদস্যদের তিনি প্রাধান্য দিচ্ছেন।
গৃহনির্মাণ সামগ্রী বিতরনকালে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সহ-সভাপতি আবু ইউসুফ রূপণ, যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহেতেশামুল গনী, যুগ্ম আহবায়ক মাসুদ আলম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ শিকদার, পৌর বিএনপি নেতা মাওলানা মোস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.