চাঁদপুর প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) সকালে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাদের পলাশ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, গীতা পাঠ করেন সাবেক সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর।
সভার শুরুতে চাঁদপুর প্রেসক্লাবের মরহুম সদস্য, জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে নিহত শহীদের আত্মার মাগফিরাত ও ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির সাফল্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া পরিচালনা করেন কার্যকরী সদস্য মুনির চৌধুরী।
সভায় প্রেসক্লাবের ২০২৫ সালের বার্ষিক পরিকল্পনা উপস্থাপন করা হয়। এছাড়া সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। এ সময় সকলের সম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি জালাল চৌধুরী, গিয়াসউদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জি এম শাহীন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও মাহবুবুর রহমান সুমন, সহ-সভাপতি আলম পলাশ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, একে আজাদ, তালহা জুবায়ের, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, সাহিত্য প্রকশনা ও লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, ক্রীড়া সম্পাদক এম আর ইসলাম বাবু, সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, আপ্যায়ন ও বিনোদন সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, কার্যনির্বাহী সদস্য মুনির চৌধুরী, রোকনুজ্জামান রোকন, ফারুক আহম্মদ, মুনাওয়ার কানন ও ওয়াদুদ রানা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.