রামদাসেরবাগ আলীম মাদ্রাসা গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ।
বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ড ঢাকার রেজিস্ট্রার (প্রশাসন) প্রফেসর আবদুছ ছাত্তার মিয়া কতৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন করা হয়।
নাহিদুল ইসলাম নাহিদ একজন মানবিক আইনজীবী। তিনি মানবতার কল্যাণে তার পেশায় নিয়োজিত আছেন বলে তার শুভাকাঙ্খীরা জানান।
তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রিস্টোরেটিভ জাস্টিস শেষ করা এই আইনজীবী প্রজর সেন্টার ২২ জর্জ কোর্ট, ঢাকার চেম্বারে বসেন।
এডহক কমিটিতে সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ মাওলানা মো. মিজানুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য মো. নজরুল ইসলাম মিন্টু, অভিভাবক সদস্য আনোয়ার শেখ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর ৩৯ প্রবিধান অনুসারে পরিচালনার জন্য নিম্নেবর্ণিত সদস্যদের সমন্বয়ে পত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তী ৬ মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দেয়া হলো।
এতে আরও বলা হয়, এ এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক একটি নিয়মিত কমিটি গঠন করার পরামর্শ প্রদান করা হলো।
এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাহিদুল ইসলাম নাহিদ বলেন, রামদাসেরবাগ আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছি। মাদ্রাসার উন্নয়নে কাজ করে যাবো। শিক্ষার গুণগত মান উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদানই হবে আমার প্রধান অঙ্গীকার।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.