কচুয়ায় সাচার ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন কবিরকে নিয়ে ফেসবুকে মিথ্যা গুজব ছড়িয়ে অপপ্রচারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ সভা করা হয়েছে। শনিবার সকালে সাচার বাজারে একটি রেস্টুরেন্টে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হন এবং এবং তাকে নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান ।
লিখিত বক্তব্য তিনি বলেন, আমি কচুয়া উপজেলাধীন সাচার ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পাশাপাশি আমি সাচার বাজারের পুশিল ফাঁড়ির সামনের একজন মৌসুমী ফল বিক্রেতা হিসেবে সুনামের সাথে ব্যবসা করে আসছি। দীর্ঘদিন বিএনপির ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার মানুষের পাশে রয়েছি। বিশেষ করে আমার প্রিয় নেতা ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য নাজমুন নাহার বেবী আপার পক্ষে দুঃসাহসিকভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিতকতায় একটি প্রতিপক্ষ গ্রুপ রাজনৈতিকভাবে আমার পেছনে লেগেছে। বিগত প্রায় ৬/৭ মাস আগে কচুয়া উপজেলার হরিপুর গ্রামে মাদক নিয়ে পাশ্ববর্তী চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ২ যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয় বলে শুনেছি।
পরবর্তীতে ওই ঘটনায় ৩-৪ মাস পর আমি আমার এক আত্মীয়ের বাড়ি চান্দিনার মহিচাইল এলাকায় গেলে আমার বাড়ি সাচার এলাকায় শুনে কাকতালীয়ভাবে আমাকে মহিচাইল বাজারে আটক করে লাঞ্ছনা করে ।
এসময় আটককারিরা কচুয়ার হরিপুর গ্রামের হাবিবুর রহমান টিটু ও সায়মুন দর্জিকে চিনি কিনা জানতে চায় এবং এক পর্যায়ে আমাকে মারধর করে দুইদিন অজ্ঞাত স্থানে আটকে রেখে জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি নিয়ে মোবাইলে ভিডিও ধারন করে। পরে আমাকে লাঞ্ছনা করার ধারনকৃত ওই ভিডিও সামাজিক ও রাজনৈতিক মানসম্মান ক্ষুন্ন করতে এলাকার প্রতিপক্ষদের যোগসাজসে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। আমি রাজনৈতিক পেশায় জড়িত থাকায় দীর্ঘদিন একটি প্রতিপক্ষ মহল আমার পিছনে লেগে আছে এবং উদ্দেশ্য প্রনোদিত হয়ে আমার ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়ে মান সম্মান ক্ষুন্ন করছে। এ ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাকে নিয়ে ফেসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবী জানাই। মূলত আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। বিষয়টি নিয়ে প্রশাসন ও স্থানীয় লোকজন বিব্রত না হতে জোরদাবী জানান তিনি।
এই সময় বিএনপি নেতা হাবিবুর রহমান টিটু, সায়মুন দর্জি, সাচার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম নাহিদ, যুবদল নেতা আরিফ হোসেন ও ছাত্রদল নেতা হানিফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.