চাঁদপুরে একদিনে এসএসসি ও দাখিল পরীক্ষার সাত কেন্দ্রে পাঁচ শিক্ষার্থী বহিষ্কার, কেন্দ্র সচিবসহ ৩ জনকে অব্যাহতি ও পিয়নের দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব আবুল বাশার ও হল সুপার একেএম ওয়ালিউল্লাহ কে অব্যাহতি অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়া কেন্দ্রের বাহির থেকে নকল সরবরাহের দায়ে মাদ্রাসার অফিস সহকারী গিয়াস উদ্দিনকে ২ বছরের কারাদন্ড ও পাশ্ববর্তী কম্পিউটারের দোকানটি সিলগালা করা হয়েছে।
অপরদিকে একই দিনে জেলার কচুয়া উপজেলায় এসএসসি ও দাখিল মাদ্রাসার ৩ কেন্দ্র থেকে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার, মতলব উত্তর উপজেলায় রাজীকান্দি উয়েসীয়া কামিল (এম এ) মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় নকল করার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার। একই উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্র অসদুপায় অবলম্বন করে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্র সহ মো. মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে দায়িত্বে অবহেলা করায় এক শিক্ষককে অব্যহতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন।
বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি জানান, মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে অনিয়মের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়। তদন্তে অফিস সহকারীর সাথে অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, মাদ্রাসা পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা ছিল। পরীক্ষা শুরুর পর অফিস পিয়ন বাহিরে গিয়ে প্রশ্নপত্রের উত্তর ফটোকপি করেছে বলে প্রতিয়মান হয়। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের বাহিরে যাওয়ার দায়ে অফিস সহায়ক গিয়াস উদ্দিনকে তাকে দুই বছরের কারাদন্ড দেয়া হয়। এছাড়া কম্পিউটারের দোকানটি সিলগালা করা হয়েছে।
বৃহস্পতিবার এসএসসি পরীক্ষার্থীদের ইংরেজী ২য় পত্র এবং দাখিল পরীক্ষার্থীদের গণিত পরীক্ষা সম্পন্ন হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.