অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে ও মেয়াদবিহীন আইসক্রিম তৈরি এবং আমদানিকৃত ঔষধের যথাযথ ডকুমেন্টস না থাকায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের বিপনীবাগ ও শহীদ মুক্তিযোদ্ধা সড়ক হকার্স মার্কেট এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে মেয়াদবিহীন আইসক্রিম তৈরি করায় জনতা আইসক্রিম মালিককে ১০ হাজার টাকা এবং আমদানিকৃত ঔষধের যথাযথ কাগজপত্র না থাকায় একজন ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে মুসলিম ফার্মেসী মালিককে ১০ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে ক্যাবের প্রতিনিধি বিপ্লব সরকার এবং পুলিশের একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2026 Dailyalokitochandpur. All rights reserved.