ফরিদগঞ্জ ও কচুয়ায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে মাদকসহ সোহেল গাজী (৩০), খালেক গাজী (৫০), মোশারফ হোসেন পিঠু (৩৫), মো. মনির (৩৪) ও মো. আরিফ (২০) নামে পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, ১৭ এপ্রিল দিনগত রাতে ফরিদগঞ্জে স্থানীয় গোপন তথ্যের আলোকে তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সোহেল, খালেক ও মোশারফকে গ্রেপ্তার করা হয়। তাদের সাথে থাকা ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একই রাতে হাজীগঞ্জ উপজেলা আর্মি ক্যাম্প থেকে কচুয়া থানা পুলিশের সমন্বয়ে উপজেলার সাচার নামক স্থান থেকে মাদক কারবারি মনির ও আরিফকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা, একটি গাঁজা মাপার মেশিন ও একটি ফিল্টার উদ্ধার করা হয়।
পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত দ্রব্য সামগ্রী এবং গ্রেপ্তার ব্যক্তিদের ফরিদগঞ্জ ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
গেল বছর ৪ সেপ্টেম্বর থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.