গাঁজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদলের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারী মহিলা কলেজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় চাঁদপুর সরকারী মহিলা কলেজ ছাত্রদল নেত্রী মাহমুদা আক্তার, সাদিয়া আক্তার, খাদিজা আক্তার, জুলেখা, নাসিমা আক্তারসহ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নেন।
বক্তারা বলেন, ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলা বন্ধ করতে হবে। ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের নারী-শিশুসহ হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে। এ মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের জোরালো অবস্থান নেওয়া প্রয়োজন। আমরা ফিলিস্তিনের নির্যাতিত মুসলিম জনগণের পাশে আছি। এছাড়া বাংলাদেশের সর্বত্র ইসরায়েলি পণ্য সকল জনগণকে বয়কটের অনুরোধ জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.