চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার পদাধিকার বলে সভাপতি চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের আনুষ্ঠানিক পরিচিতি ও ফুল দিয়ে বরণ করে নেন নবগঠিত কমিটির সভাপতি। জেলা ক্রীড়া সংস্থার চলমান উন্নয়নমূলক কাজ সম্পর্কে সভায় বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার নৈশ প্রহরীর মৃত্যুতে তার পরিবারকে আর্থিক সাহায্য প্রদান সম্পর্কেও সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা ক্রীড়া সংস্থার নিয়ন্ত্রণাধীন ষ্টেডিয়াম মার্কেট ও ষ্টেডিয়াম সুপার মার্কেটের দোকান সমূহের ভাড়া বিষয়ে সদস্যরা আলোচনা করেন।
বিবিধ প্রসঙ্গে আলোচনা করা হয়-মাঠ ব্যবস্থাপনা বিষয়ে ক্রিকেট এবং ফুটবলের খেলোয়াড় নির্বাচন করার জন্য প্যানেল কমিটি গঠনে দ্রুত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জুলাই-আগস্ট চব্বিশে ছাত্র আন্দোলনের ঘটনায় স্টেডিয়াম প্যাভিলনের ক্ষতিগ্রস্থ কাজ দ্রুত সম্পূর্ণ করে প্রয়োজনীয় আসবাবপত্র ব্যবস্থা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা ক্রীড়া কর্মকর্তা পদাধিকার বলে সদস্য সচিব মো. রফিকুল ইসলাম। সদস্য ক্রীড়ানুরাগী মো. শওকত হোসেন, সাবেক খেলোয়াড় মো. জয়নাল আবেদীন, ক্রিকেটার কোচ সৈয়দ শামীম আখতার ফারুকী, ছাত্র প্রতিনিধি মো. মহিউদ্দিন ও ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ সালাহউদ্দিন খান।
জেলা ক্রীড়া সংস্থার প্রথম সভা ছিল খুবই প্রাণবন্তকর। সভায় প্রত্যেক সদস্য চাঁদপুরের খেলাধুলা পরিচালনায় বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এর সমাধানে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরেন। চাঁদপুরে ফুটবল ক্রিকেটের পাশাপাশি এথলেটিকস, টেনিস, বাস্কেটবল, ভলিবল, কাবাডিসহ সকল খেলাকে এগিয়ে নিতে সবাই তাদের মতামত তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.