আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করে ৫৩ বছরের রাজনৈতিক বন্দোবস্ত ছিল, তা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার শাহরাস্তির কালীবাড়ী প্রাঙ্গণে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী ৭ মাসে মানুষ দেখে ফেলেছে কার পকেটে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও চাঁদাবাজির কত টাকা ঢুকেছে। আর তাই তরুণদের আগামী ইলেকশান হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে।
তিনি আরো বলেন, বিশ্বাস রাখুন নির্বাচনে তরুণরা পার্লামেন্টে যাবেই যাবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলো সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।
এসময় তিনি আরো বলেন, আগামী ইলেকশনে জাতীয় নাগরিক পার্টি মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মনোনয়ন দিবে যারা এতদিন আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়াসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.