ফরিদগঞ্জে চেক পোস্ট বসিয়ে ৫৭টি যানবাহনে তল্লাশি, ৫ মোটর সাইকেল আরোহীকে ৩০ হাজার টাকা জরিমানা এবং ৫টি অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা সড়কে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করেন। দুপুরে দিকে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, যৌথ বাহিনীর নেতৃত্বে ফরিদগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক ভ্রাম্যমাণ চেকপোষ্ট বসিয়ে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প হতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
যৌথ অভিযানে মোট ৫৭টি যানবাহন তল্লাশি করা হয়। লাইসেন্স না থাকার জন্য ৫ জন মোটরসাইকেল আরোহীকে সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধ পাঁচটি গাড়ি জব্দ করে ফরিদগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমন সহ আইনের শাসন সমুন্নত রাখার লক্ষে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে তারা জানান।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.