কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতরে ১৯ দিনের মাথায় শনিবার বিকেলে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছালেন সিরাজগঞ্জের বেলকুচি এলাকার রফিকুল ইসলাম।
এ সময় তাঁকে স্বাগত জানান, তাঁর স্ত্রী বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার ও চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুনতাসির আহমেদ।
সাঁতারু রফিকুল ইসলাম জানান, দেশের অভ্যন্তরের ৫৫০ কিলোমিটার নদীপথ সাঁতরিয়ে বঙ্গোপসাগর অতিক্রম করার লক্ষ্য নিয়ে গত ২১ ফেব্রুয়ারি ভোরে কুড়িগ্রামের সীমান্তবর্তী ঝুনকারচর থেকে সাঁতার শুরু করেন।
শনিবার শরীয়তপুরের সুরেশ্বর চরআত্রা এলাকা থেকে সকাল সাতটায় সাঁতার শুরু করে বিকেল সাড়ে চারটায় ২২ কিলোমিটার পদ্মা মেঘনা নদীপথ পাড়ি দিয়ে চাঁদপুর মোলহেডে এসে পৌঁছেন। টানা ১ মাস ১ দিনে তাঁর ৪০০ কিলোমিটার নদী পথ পাড়ি দেওয়া হয়। রোববার ভোরে ১৫০ কিলোমিটার মেঘনা নদীর দীর্ঘ পথ পাড়ি দিতে চাঁদপুর বড়স্টেশন মোলহেড থেকে শুরু করেন সাঁতার। বঙ্গোপসাগর পর্যন্ত তাঁর ৫৫০ কিলোমিটার নদী পথ সাঁতরিয়ে নতুন রেকর্ড গড়তে চান তিনি।
রফিকুল ইসলাম বলেন, সাঁতার কেটে নদী এবং নদী পাড়ের মানুষের সাথে পরিচিত হওয়াই ছিল আমার লক্ষ্য। আমাকে দীর্ঘ এই নদী পথ সাঁতরিয়ে পাড়ি দিতে সার্বক্ষনিক সাহস যুগিয়েছেন আমার স্ত্রী নিশাত মজুমদার ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.