ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর ঢাকা নৌ-পথে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মতবিনিময় সভা করা হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর লঞ্চঘাটে নৌ-পুলিশের আয়োজনে লঞ্চ মালিক, শ্রমিক ও সিএনজি চালকদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ২৬ মার্চের পর ফিটনেসবিহীন কোন লঞ্চ চলাচল করতে পারবে না। অতিরিক্ত ভাড়া ও যাত্রী হয়রানি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শৃঙ্খলা বজায় রাখতে সাদা পোশাকে পুলিশ, সিসি ক্যামেরা, প্রতি লঞ্চে চারজন করে আনসার থাকবে। আগামী ১৫ দিন বাল্বহেড চলাচল বন্ধ এবং রাতে স্প্রীড বোর্ড বন্ধ রাখতে হবে। এছাড়াও ঈদের ৫ দিন আগে ও পরে লঞ্চঘাটে নিয়মিত ম্যাজিস্ট্রিট নিয়োজিত থাকবে বলেও জানান তিনি।
সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট মো. ফজলুল হক, লঞ্চ মালিক সমিতির প্রতিনিধি রুহুল আমিন হাওলাদার ও ট্রাফিক ইনচার্জ বাবু লাল বৌদ্ধ।
চাঁদপুর নৌ-অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের সভাপতিত্ব ও অতিরিক্ত নৌ পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ সভা পরিচালনা করেন।
এ সময় বক্তারা যাত্রীদের সকল ধরণের সুযোগ সুবিধা ও নিরাপত্তার বিষয়ে সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.