অবৈধ মাদকদ্রব্য উদ্ধার, নরমাল ও সাজা পরোয়ানা ভূক্ত আসামি গ্রেফতার এবং হারানো মোবাইল উদ্ধারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বিশেষ ভূমিকা রাখায় চাঁদপুর জেলার মধ্যে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছে চাঁদপুর সদর মডেল থানার এএসআই (নিরস্ত্র) মোঃ নাজমুল হোসেন।
শনিবার সকালে পুলিশ লাইনস্ এ চাঁদপুর জেলা পুলিশ আয়োজিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) জেলার মধ্যে সর্বোচ্চ কাজ করায় স্বীকৃতি স্বরূপ এএসআই মোঃ নাজমুল হোসেনকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমাসহ বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএসআই মোঃ নাজমুল হোসেন বলেন, আমি সরকারী নির্দেশনা ও চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.বাহার মিয়া স্যারের সার্বিক দিক নির্দেশনায় সকল দায়িত্ব পালন করে থাকি। পুলিশ জনগনের বন্ধু এ কথার বাস্তবে রূপান্তরিত করে জনগনের বন্ধু হয়ে কাজ করে যেতে চাই।
তিনি আরো বলেন, আমার এ পুরস্কার অর্জন করতে আমাকে আমার প্রতিটি সহকর্মীই সহযোগীতা করেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.