চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রদের নিয়ে মাদরাসা মাঠ প্রাঙ্গনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিকের সভাপতিত্বে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ মাদ্রাসা শিক্ষা জীবনের স্মৃতি স্মরণ করে।
আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসার এডহক কমিটির দাতা সদস্য চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
মাদরাসার প্রাক্তন ছাত্র ডা: মো: আবদুল্লাহ শাকুর এর পরিচালনায় বক্তব্য রাখেন, মাদরাসার প্রাক্তন মুহাদ্দিস ও বাগাদী আহম্মদিয়া ফাযিল ডিগ্রি মাদরাসার উপাধ্যক্ষ মাও ড. আব্দুল মান্নান, সাবেক ছাত্র ও হামানকর্দ্দি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মিজানুর রহমান, শাহতলী আদর্শ একাডেমীর প্রাধান শিক্ষক মাওলানা গিয়াস উদ্দিন আজম, মাদরাসার সাবেক ছাত্র মাওলানা মহিউদ্দিন, আল আমিন একাডেমী গুনরাজদী শাখার ইনচার্জ নাসির উদ্দিন, সাবেক ছাত্র ও ব্যবসায়ী জাকারিয়া মহিউদ্দিন, সাবেক ছাত্র মাওলানা কামরুজ্জামান পাটওয়ারী, মাওলানা ফখরুদ্দিন, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন, ইসলামী ব্যাংকের কর্মকর্তা মাওলানা মিজানুর রহমান, মাদরাসার বতর্মান ছাত্র মেহেদী হাসান, মো: মাহফুজ, নুর মোহাম্মদ, সিয়াম।
এসময় উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, সহকারি অধ্যাপক কামাল উদ্দিন, আরবী প্রভাষক মাওলানা এ এন এম হেলাল উদ্দিন, প্রভাষক মাওলানা নাজির হোসাইন, সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সাবেক শিক্ষক মো: দেলোয়ার মাস্টার, সাবেক ছাত্র মাওলানা আবু হানিফ, বাজার ব্যবসায়ী মো: হেলাল মাল, সাবেক ছাত্র মাওলানা হাবিবুর রহমান, সাবেক ছাত্র মো: তাজুল ইসলাম, সাবেক ছাত্র বেলাল হোসাইন, অ্যাড নুরুজ্জামান পাটওয়ারী, অ্যাডভোকেট শরীফউদ্দিন পাটওয়ারী, মো: মোস্তফা সহ বিপুল সংখ্যক মাদরাসার প্রাক্তন ও বর্তমান ছাত্রবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ও দোয়া মিলাদ, মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সাবেক ছাত্র মাওলানা আবু জাফর সিদ্দিক।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.