চাঁদপুরে ঈদযাত্রা নিরাপদ রাখতে প্রস্তুতি মুলক সভা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌ ও সড়ক পথের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দের সাথে এই সভা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক ও নৌ-পথের দায়িত্বশীল প্রতিনিধিরা।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হচ্ছে ঈদকে সামনে রেখে নৌ-পথে অতিরিক্ত যাত্রী, লঞ্চের ছাদে যাত্রী নেয়া যাবে না। অতিরিক্ত ভাড়া, লঞ্চ শ্রমিকদের আলাদা ড্রেস, পরিবহন চালকদের পর্যাপ্ত ঘুম, যানজট সৃষ্টি না করা। বিপদ সংকেতের উপরে যাত্রী নেয়া হবে না। প্রতি লঞ্চে আনসার নেয়া নিশ্চিত করার সিদ্ধান্ত হয়।
এছাড়া একমাস ফুটপাত দখলমুক্ত করতে চাঁদপুর শহরে থাকবে ম্যাজিস্ট্রেট বলে জানান জেলা প্রশাসক। দুর্ঘটনা এড়াতে নৌ-পথে রাতের বেলায় স্প্রীড বোর্ড চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
সড়ক পথে কালীবাড়ী মোড়ে, বাবুরহাট, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ট্রাফিক পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়।
প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন নৌ-পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, বিআইডব্লিটিএর উপ-পরিচালক মাহফুজুল আলম সজল, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতিসহ পরিবহন সেক্টরের সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.