চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা শিকার করার দায়ে আটক ৩ জেলেকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দিবাগত রাতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ও নাহিদ ইকবাল।
বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযান অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
তিনি বলেন, বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হরিণা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় ৩ জেলেকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছ ধরার নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.