চাঁদপুরে সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের সাথে নিয়ে ইফতার করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী জুয়েল। বুধবার বিকেলে চাঁদপুর শহরের কুমিল্লা রোডের চেয়ারম্যানঘাটস্থ তার নিজ কার্যালয়ে সামনে এই আয়োজন করা হয়।
এসময় তিনি চাঁদপুর শহরের শতাধিক সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী এবং ভিক্ষুকদের সাথে নিয়ে ইফতার করেন। এরপর ইফতারে অংশ নেওয়া সবাইকে সাধ্যমত নগদ অর্থ প্রদান করেন।
ইব্রাহিম কাজী জুয়েল বলেন, আমাদের সমাজের এইসব সুবিধা বঞ্চিত মানুষদের সব সময় ভালো খাবার খাওয়ার সৌভাগ্য হয় না। ভাগ্যত এইসব মানুষরা জীবিকার প্রয়োজনে রাস্তায় ঘুরে বেড়ান। এজন্য ঠিকমতো ইফতারও করতে পারেন না। আজকে আমি আমার সাধ্যমত এইসব মানুষদের সাথে নিয়ে ইফতার করেছি। আমরা একসাথে বসে ইফতার খেয়েছি। এতে যে তৃপ্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করার মতো না।
তিনি আরো বলেন, সমাজের এসব সুবিধা বঞ্চিত মানুষদের চাহিদাও খুব কম। সামান্য একটু ভালোবাসায় তারা অনেক খুশি হন। আমাদের সমাজের যারা বিত্তবান রয়েছেন, তাদের প্রত্যেকের উচিত এইসব মানুষদের পাশে দাঁড়ানো। কারণ তারাও মহান আল্লাহর সৃষ্টি এবং আমাদের মত মানুষ। ইনশাআল্লাহ আমি যতদিন বেঁচে থাকব এইসব মানুষদের ভালোবাসার চেষ্টা করব।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.