দারিদ্র বিমোচনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখা আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, ধর্মের সাথে সাথে কর্মও গুরুত্বপূর্ণ। কোরআনে সুস্পষ্ট কর্মের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে। সমাজকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার জন্যে কোরআনের আয়াত নাযিল হয়েছিলো। একেক সময় সমাজের অব্যবস্থপনার সম্পর্কে নবী ও রাসূলরা তা বর্ননা করেছেন।
জেলা প্রশাসক বলেন, গতানুগতিকভাবে প্রতিবছরের ন্যায় যাকাত না তুলে বিত্তবানদের তালিকা করে যাকাত সংগ্রহ করুন। এদেশের অনেক মানুষ আছে যারা ধর্মমতে পুরো যাকাত দিতে রাজি আছে। কিন্তু তাদেরকে সঠিকভাবে বুঝাতে হবে। যাকাত গরীবদের হক। গরীবদের হক আদায় করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সমাজে যে অত্যাচার, ধর্ষণ, নারীদের অসম্মান এবং সমাজের ব্যাবিচার হচ্ছে তা সম্পর্কে মসজিদের বয়ানে গুরুত্ব দিয়ে আলোচনা করা প্রয়োজন। ব্যবসা সম্পর্কে পবিত্র কুরআনে কি বলা হয়েছে তার তাৎপর্য নিয়ে আলোচনা করা দরকার। অনেক মসজিদের ইমাম ভিন্নভাবে বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। এতে করে শ্রোতারা বিভ্রান্ত হন। আমরা চাই না ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করুক।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী এডভোকেট মো. শাহজাহান মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন ইসলাসিক ফাউন্ডেশন চাঁদপুর জেলার উপপরিচালক সেলিম সরকার। ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মুহাম্মদ জুলফিকার হাসান মুরাদের সঞ্চালনায় আলোচকের বক্তব্য দেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলা সভাপতি মওলানা আফছার উদ্দিন মিয়াজী।
সেমিনার শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয় ইমাম সমিতি চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সালাম।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.