চাঁদপুর শহরের নতুনবাজার এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক কন্যাশিশুকে অপহরণকালে কামাল (৩৫) নামে এক ব্যক্তি জনতার হাতে আটক হয়েছে। তার বাড়ি বাবুরহাট বাজারে বলে জানা যায়। বুধবার সন্ধ্যায় এই আটকের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, কামাল নামের ওই ব্যক্তি একটি কন্যাশিশুকে হাজী মহসীন রোড এলাকায় একা পেয়ে গতিরোধ করে। তাকে চকলেটের প্রলোভন দেখায়। শিশুটিকে টেনে নিয়ে যাচ্ছিল বলে শিশুটি ভয় পেয়ে কান্না শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসে। শিশুটি তখন ঘটনা বললে লোকজন দৌড়ে গিয়ে ওই অপহরণকারীকে ধরে ফেলে। পরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তাতে দেখা যায়, শিশুটি কান্না বিজড়িত কণ্ঠে স্থানীয়দের কাছে ঘটনার আদ্যোপান্ত বলছে এবং ঘটনা শুনে স্থানীয়রা কামাল নামে ওই ব্যক্তিকে রাগে ক্ষোভে উত্তম মাধ্যম গণধোলাই দিচ্ছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং অপহরণকারী কামালকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.