হাজীগঞ্জে জমজ দুই ভাই পবিত্র কুরআনে হাফেজ। ঢাকার যাত্রাবাড়ির স্বনামধন্য একটি মাদ্রাসা থেকে তারা কুরআন মুখস্থ করেছেন। একইসাথে যমজ দুই ভাই এবার ২০২৪-২৫ শিক্ষাবর্ষে বুয়েট এবং চুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ মুজাহিদুল ইসলাম এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ভর্তি পরিক্ষায় উত্তীর্ন হয়ে ভর্তির সুযোগ পেয়েছেন হাফেজ মোঃ আজহারুল ইসলাম।
চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেছেন। মেঝোভাই চট্টগ্রাম থেকে এমবিএ করছেন। সফল এই শিক্ষার্থীদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে। তারা উপজেলার ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের গ্রামের হাফেজ বাড়ির হাফেজ মোঃ আবুল কাশেমের সন্তান। হাফেজ আবুল কাশেম হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি এবং হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী।
তিনি জানান, তাঁর জমজ দুই সন্তান ঢাকার যাত্রাবাড়ি একটি মাদ্রাসা থেকে কুরআন মুখস্থ শেষে হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরিক্ষায় জিপিএ ৫ পেয়েছিল। পরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয় সেখান থেকে জিপিএ ৫ নিয়ে এইচএসসি পাস করেন। তারপরে তারা দুজনেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়ার পর একজন বুয়েটে ও একজন চুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবারের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় তারা এই সাফল্য অর্জন করেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.