ফরিদগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি পাইকপাড়া উত্তর ইউনিয়নের কড়ৈতলী বাজারের মটর সাইকেল মেকানিক মো. হাসান। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ-আলম।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম পিপিএম-সেবা ও রাজীব চক্রবর্তী, পুলিশ পরিদর্শক তদন্তের নির্দেশনায় এসআই (নিঃ) মো. আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় অফিসার অভিযান পরিচালনা করা হয়।
ফরিদগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম বলেন, সোমবার সন্ধ্যায় কড়ৈতলী বাজারের পূর্ব মাথায় বালুর মাঠে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হাচান (৩৩) বরকন্দাজ নামে একজনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.