বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘রোজার খুশি’ বিতরন কার্যক্রমে অংশ নিয়ে ১০০ রোজাদার অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
রবিবার পুরান বাজারে বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে তানিয়া ইশতিয়াক খান ১০০ জন রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন।
এ সময় তানিয়া ইশতিয়াক খান বলেন- আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মত এই বছরও আমরা এই আয়োজন করতে পেরে অনেক খুশি। আপনারা অবগত আছেন গত বছরও ১০০০ এর অধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছিলাম। এ বছরও তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন।
তিনি আরও বলেন, রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজান হলো আত্মশুদ্ধি এবং সংযমের মাস। সকল বৃত্তবানদের এগিয়ে আসা উচিত অসহায় রোজাদারদের জন্য। আপনাদের দোয়া আর ভালবাসা নিয়ে বিজয়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.