চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ২নং বাগানবাড়ী ইউনিয়ন জামায়াতের সুধীসমাবেশ ও ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তালতলী ধনাগোদা স্কুল এন্ড কলেজ সংলগ্ন ঈদগাহ মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ২৬১ নং চাঁদপুর-০২ নির্বাচনী এলাকা থেকে মনোনীত প্রার্থী বিশিষ্ট চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা ডাঃ আবদুল মোবিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার আমীর দেওয়ান আবুল বাসার এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ আবদুল মোবিন বলেন, এই মাহে রমজান হচ্ছে কোরআন শেখার জন্য সুবর্ণ সুযোগ। যারা জীবনের দীর্ঘ সময় কোরআন থেকে দূরে ছিলেন বা কোরআনকে বুঝার জন্য সুযোগ তৈরি করতে পারেননি, তারা এ সময়টা কাজে লাগাতে পারেন। যারা কোরআন শেখার এই সুযোগকে কাজে না লাগাবে, কোরআন হাশরের মাঠে তাদের জন্য নালিশ দায়ের করবে আল্লাহর কাছে। কাজেই যে মূল্যবান সময় আল্লাহ আমাদের দিয়েছেন তার হিসাব এবং কোরআনকে না পড়ার কারণে আল্লাহর আজাব থেকে বাঁচতে হলে আল কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এ সময় ২নং বাগানবাড়ী ইউনিয়নের জামায়াতের নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : মো. জাকির হোসেন
dailyalokitochandpur@gmail.com, +8801613090707
Copyright © 2025 Dailyalokitochandpur. All rights reserved.